rifaat newaz
Published : 30 Oct 2016, 09:52 AM
Updated : 30 Oct 2016, 09:52 AM

সৃষ্টি ও মননে পরিবর্তনের আকাক্সক্ষা থেকে প্রকাশনা সংস্থা বিপিএল এর জন্ম হয় ২০১৪ সালে। ইতোমধ্যে বিপিএল ২৭টি গ্রন্থ প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে সাহিত্য, ইতিহাস, চলচ্চিত্র বিষয়ক বই; রয়েছে
গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় বিদেশি বইয়ের অনুবাদ। প্রকাশের অপেক্ষায় আছে আরও ২৫টির বেশি বই। এর মধ্যে বাংলা ভাষার চিরায়ত গ্রন্থ যেমন আছে, তেমনি আছে সমকালে বিশ্বনন্দিত বইও। বিষয় বৈচিত্র্য, মুদ্রণ ও অঙ্গসৌষ্ঠবে নান্দনিক রুচিকে প্রাধান্য দিয়ে বিপিএল ইতোমধ্যে পাঠকের প্রশংসা পেয়েছে।