মুহূর্তে মুহূর্ত-বন্দি

bdnews24 desk
Published : 30 Oct 2016, 06:30 PM
Updated : 30 Oct 2016, 06:30 PM

মুহম্মদ নূরুল হুদা

 

ঘটনারা সহজে ঘটে না,
সংবাদও সহজে রটে না।
ঘটনারা ঘটে যায় যদি,
বিস্ফোরিত হয় মুহূর্তেরা;
মানুষেরা অবাক তাকায়;
কেউ কেউ বিশ্লেষণ
করে চুলচেরা।
তারপর বাড়ায় কদম।
সর্বপ্রথম
দমে দমে হরদম
বিডিনিউজ২৪.কম
শুরু হলো গুনে গুনে
সাত দিন চব্বিশ ঘণ্টার লড়াই;
মুহূর্তে মুহূর্ত-বন্দি,
সহজে হয় না সন্ধি,
মুহূর্তের আর মুক্তি নাই।
নাই টরে নাই টক্কা
সংবাদ সতত ছক্কা
স্লিপ নাই প্যাড নাই
জিলিপির প্যাঁচ নাই
কাগজের দিস্তা নাই,
আছে শুধু পিক্সেলের আলো;
সে আলোতে তথ্যনিষ্ঠ
সে আলোতে সত্যনিষ্ঠ
সংবাদের সেতু-বাতি জ্বালো।
তারপর সামনে কদম।
সর্বপ্রথম
দমে দমে হরদম
বিডিনিউজ২৪.কম।
উত্তর-দক্ষিণ মেরু পার হয়ে
মুহূর্তেই ত্রিভুবনমুখী,
মূর্ত আর বিমূর্তও মুঠোবন্দি,
রাজাপ্রজা মুখোমুখি
কেউ সুখী কেউ দুখী।
তন্ত্রমন্ত্র গণতন্ত্র সর্বযন্ত্র
সন্তর্পণে বাড়ায় কদম।
সর্বপ্রথম
দমে দমে হরদম
বিডিনিউজ২৪.কম।
হাতে তবে হাত ধরো
হৃদয় উজাড় করো
যুক্তিকে শাণিত করো
মুক্তিকে প্রাণিত করো
তারপর সমতা ও মমতার
বাড়াও কদম;
সর্বপ্রথম
দমে দমে হরদম
বিডিনিউজ২৪.কম।
হে মানুষ
মঙ্গল আলোকে তুমি
মানবতা বুকে ধরো,
প্রজ্ঞা পারমিতা;
কবিতা সংবাদ করো,
সংবাদ কবিতা।

০৪.১০.২০১৬