Published : 07 Apr 2024, 04:31 AM
কমলাপুর রেলস্টেশনে টিকেটের নামের সঙ্গে যাত্রীর এনআইডি কার্ডের নাম মিলিয়ে দেখেন রেল কর্মকর্তারা।
কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরে বাঁশ দিয়ে বানানো হয়েছে প্রবেশপথ, টিকেট ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই।
ঈদ করতে কমলাপুর স্টেশন থেকে শনিবার চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছে আরাফাত ও আফরা মনি, বাবা আলতাফ হোসেন যাবেন ঈদের আগে- অফিস ছুটি হলে।
কমলাপুর স্টেশন থেকে ঈদের ছুটিতে বাড়ি যাবেন তারা; গরমের মধ্যে সময় হাতে নিয়ে স্টেশনে এসে ট্রেনের অপেক্ষায় থাকেন অনেকে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে শনিবার দুপুরে ঘরমুখো মানুষ।
কমলাপুর রেলওয়ে স্টেশনে শনিবার দুপুরে ঘরমুখো মানুষ।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে যাবে বনলতা এক্সপ্রেস, প্লাটফর্মে ট্রেন থামার সঙ্গে সঙ্গে ট্রেনে উঠতে শুরু করে মানুষ।
কমলাপুর রেলওয়ে স্টেশনে শনিবার দুপুরে ট্রেনে করে বাবা মায়ের সাথে ভৈরব যাচ্ছে শিশু রাইয়ান সাজিদ। গরমের মধ্যে চার্জার ফ্যান দিয়ে রাইয়ানকে বাতাস করছেন মা।
কমলাপুর রেলওয়ে স্টেশনে শনিবার দুপুরে গরমের মধ্যে ট্রেনে বসে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছেন এক নারী।
ঈদ উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গমুখী মানুষ। শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল না তেমন একটা ভিড়।
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে সারিবদ্ধ করে দাঁড়িয়ে আছে লঞ্চ, কিন্তু ঘরমুখো মানুষের দেখা নেই। বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের এক কর্মকর্তা বললেন, চাপ বাড়বে মঙ্গলবার থেকে।
ঢাকার সদরঘাট টার্মিনালে লঞ্চ আছে, মানুষ নেই। যাত্রী টানতে হাঁকডাক করছেন লঞ্চকর্মীরা।